অর্থ পাচারের অভিযোগে বলিউড অভিনেত্রী নেহা শর্মা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫০
অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগে এবার বলিউড অভিনেত্রী নেহা শর্মার নাম উঠে এসেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্তে। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) তাকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি।
এর আগে নেহা শর্মাকে নোটিশ পাঠিয়ে তলব করেছিল ইডি। তদন্তকারীদের মূল প্রশ্ন ছিল—বিতর্কিত বেটিং প্ল্যাটফর্মটির সঙ্গে তার সম্পৃক্ততা কতটুকু এবং তিনি অর্থের বিনিময়ে কী ধরনের প্রচারণায় যুক্ত ছিলেন।
প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে তার বয়ান নথিভুক্ত করা হয়েছে। ইডি খতিয়ে দেখছে, অ্যাপটির প্রচার–প্রসারে অংশ নেওয়ার বিনিময়ে কোনো অবৈধ লেনদেন হয়েছিল কি না। তবে নেহা শর্মা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
এই মামলায় শুধু নেহা নন—ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সোনু সুদ, উর্বশী রাউতেলা, প্রকাশ রাজ, বিজয় দেবরাকোন্ডা, রানা দাগ্গুবাতিসহ একাধিক চলচ্চিত্র তারকা ও ক্রিকেটার শিখর ধাওয়ান, যুবরাজ সিংকেও।
গত আগস্টে জিজ্ঞাসাবাদের সময় বিজয় দেবরাকোন্ডা দাবি করেছিলেন, তিনি ‘এ–২৩’ নামে একটি বৈধ গেমিং অ্যাপের প্রচার করেছেন, কোনো বেটিং অ্যাপের নয়। তার ব্যাংক লেনদেন ও চুক্তির নথিও ইডিকে জমা দেন।
নেহা শর্মাকে জিজ্ঞাসাবাদের পর এবার এই মামলার তদন্ত আরও গতি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।