কামব্যাক কিং বার্সার দুর্দান্ত জয়! আতলেতিকোকে ৩-১ গোলে হারাল বার্সা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩
লা লিগায় নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। শক্তিশালী আতলেতিকো মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে শিরোপার দৌড়ে বড় পদক্ষেপ নিল কাতালানরা।
ম্যাচের শুরুতেই কিছুটা পিছিয়ে পড়ে হান্সি ফ্লিকের দল। ১৯ মিনিটে বায়েনার গোলে পিছিয়ে যাওয়ার পর, মাত্র ৭ মিনিটের ব্যবধানে পেদ্রির পাসে রাফিনিয়ার গোলে সমতায় ফেরে বার্সা।
প্রথমার্ধে লেভানডফস্কি পেনাল্টি মিস করলেও, বিরতির পর খেলার গতি বাড়ায় বার্সা। ৬৫ মিনিটে লেভার পাস থেকে দানি ওলমোর গোলে তারা লিড নেয়।
এরপর যোগ করা সময়ের শেষদিকে ফেরান তোরেসের গোলে নিশ্চিত হয় বার্সার ৩-১ ব্যবধানের জয়। বার্সা কোচ হান্সি ফ্লিক এই ম্যাচকে 'আমাদের অন্যতম সেরা ম্যাচ' হিসেবে অভিহিত করেছেন।
এই মৌসুমে পিছিয়ে পড়ে ৫ বার জয় তুলে নিয়ে বার্সেলোনাই লা লিগায় সবচেয়ে বেশিবার 'কামব্যাক কিং'! টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে বার্সার মাঠে এসে থামতে হলো আতলেতিকো মাদ্রিদকে। মৌসুমের শেষ দিকে এই তিন পয়েন্ট শিরোপাও নির্ধারণ করে দিতে পারে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।