মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

মারা গেছেন শিল্পী নমিতা ঘোষ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ মার্চ ২০২১, ১৬:৩৭

মারা গেছেন শিল্পী নমিতা ঘোষ

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মুক্তিযুদ্ধের প্রেরণাদাত্রী শিল্পী নমিতা ঘোষ। ২৬ মার্চ দিবাগত রাতে পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, গত ১২ মার্চ বাংলাদেশ টেলিভিশনের একটি অনুষ্ঠানে অংশ নেন নমিতা ঘোষ। এর পরপরই তিনি অসুস্থ হয়ে প্রথমে আজগর আলী হাসপাতালে, পরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এরপর অবস্থার অবনতি হতে থাকলে তাকে পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ২৬ মার্চ দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নমিতা ঘোষ।

প্রসঙ্গত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম নারী কণ্ঠশিল্পী নমিতা ঘোষ। ১৯৭১ সালে, মাত্র ১৪ বছর বয়সেই নিজ কণ্ঠ দিয়ে যুদ্ধ করেছিলেন তিনি।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top