শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

পিএসজির অসাধারণ জয়, ম্যাচসেরা রোনালদো

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৩, ০৪:৫০

রিয়াদ অল-স্টার বনাম পিএসজি

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে সর্বোচ্চ চেষ্টাই করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। প্রথমার্ধে পর্তুগিজ মহাতারকা নিলেন জোড়া গোলের স্বাদ। প্রতিপক্ষ হিসেবে থাকা লিওনেল মেসিরা শেষ হাসি হাসলেও দারুণ নৈপুণ্যের সুবাদে ম্যাচসেরার পুরস্কার উঠল তার হাতে।

বৃহস্পতিবার রাতে কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রীতি ম্যাচে সৌদি আরবের প্রো লিগের ফুটবলারদের নিয়ে গড়া রিয়াদ অল-স্টার একাদশের বিপক্ষে ৫-৪ ব্যবধানে জিতেছে পিএসজি।

ম্যাচের তৃতীয় মিনিটে লিওনেল মেসির গোলে লিড পায় পিএসজি। পিছিয়ে পড়েও আক্রমণাত্মক খেলতে থাকে রিয়াদ অল স্টার। ম্যাচের ৩৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরায় সিআরসেভেন। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফের নিশানা ভেদ করেন তিনি।

আরও পড়ুন: পিএসজির অসাধারণ জয়, ম্যাচসেরা রোনালদো

বিরতি থেকে ফিরে আবারও লিড পায় পিএসজি। ম্যাচের ৫৩তম মিনিটে গোল করেন সার্জিও রামোস। তবে ৫৬তম মিনিটে সমতায় ফেরে রিয়াদ অল স্টার। এরপর ম্যাচের ৬০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে।

ম্যাচের ৭৮তম মিনিটে ফের গোলের দেখা পায় পিএসজি। এতে ৫-৩ গোলের লিড পায় ফরাসি ক্লাব। ম্যাচের অতিরিক্ত সময়ে এক গোল শোধ করে রিয়াদ অল স্টার। শেষ পর্যন্ত ৫-৪ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। ম্যাচে দুই গোল করে ম্যাচসেরা হন ক্রিস্টিয়ানো রোনালদো।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top