গাজীপুর আদালতে সারজিস আলমের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে মামলা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৫, ১৫:৩৮

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুরে মামলা দায়ের হয়েছে। অভিযোগ, তিনি ফেসবুকে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।
বিএনপির সভাপতি তানভীর সিরাজ বাদী হয়ে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। তানভীর সিরাজের বক্তব্য অনুযায়ী, ‘সাংবাদিক তুহিনের হত্যা একটি অপরাধী চক্রের কাজ। ইতোমধ্যে পুলিশ ৮ জন আসামিকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে সারজিস আলম প্রমাণ না দেখে বিএনপিকে দোষারোপ করেছেন, যা অযথা অপপ্রচার।’
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান জানান, মামলাটি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়েছে। আদালত মামলা আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এই মামলার ফলে সাংবাদিক হত্যাকাণ্ডের রাজনৈতিক ইস্যুতে নতুন মাত্রা যোগ হয়েছে। আসন্ন সময়ের আদালতের কার্যক্রম ও তদন্তের ওপর সকলের নজর থাকবে।
বিষয়: সারজিস আলম
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।