চেম্বার আদালতের রায়: ডাকসু নির্বাচনে আর বাধা নেই
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৯

হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে চেম্বার আদালত। অর্থাৎ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনে আর কোনো বাধা থাকছে না। সোমবার বিকেলে চেম্বার আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির।
এর আগে দুপুরে হাইকোর্ট ৩০ অক্টোবর পর্যন্ত নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছিল। সেই সঙ্গে প্রার্থীদের মনোনয়ন, বাছাই এবং ভোটের প্রস্তুতি প্রক্রিয়া সম্পর্কেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছিল আদালত।
তবে চেম্বার আদালতের আদেশে এখন আগের ঘোষিত তফসিলই বহাল থাকছে। অর্থাৎ, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদ নির্বাচন। ছাত্ররাজনীতির সবচেয়ে আলোচিত এ নির্বাচন ঘিরে এখন উত্তেজনা চরমে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।