আড়ংয়ের শপিং ব্যাগের মূল্য আদায়ে নোটিশ পাঠালেন সুপ্রিম কোর্টের আইনজীবী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৭

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিশাত ফারজানা আড়ং করপোরেট অফিসের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের একটি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে তিনি আড়ংয়ের শপিং ব্যাগের জন্য মূল্য নেওয়া বন্ধ করতে অনুরোধ করেছেন।
নিশাত ফারজানা জানান, তিনি আড়ংয়ের একজন নিয়মিত গ্রাহক। দীর্ঘ বছর ধরে কেনাকাটা করার সময় আড়ংয়ের নিজস্ব লোগোযুক্ত কাগজের ব্যাগ ফ্রিতে পাওয়া যেত। কিন্তু সম্প্রতি মগবাজার আউটলেটে তিনি জানতে পেরেছেন, সেপ্টেম্বর ২০২৫ থেকে কেনাকাটার সঙ্গে ব্যাগ দেওয়া হচ্ছে না এবং গ্রাহকদের সেই ব্যাগের জন্য টাকা দিতে হচ্ছে।
নোটিশে উল্লেখ করা হয়, আড়ংয়ের দেওয়া ব্যাগের মান অত্যন্ত নিম্নমানের। এই ব্যাগগুলো রিসাইকেল পেপার দিয়ে তৈরি, যা ব্যবহার পরপরই অপ্রয়োজনীয় হয়ে যায়। গ্রাহকরা আড়ং ব্র্যান্ডের লোগোযুক্ত এই ব্যাগ কিনলেও সৃজনশীলতার কোনো ছাপ নেই। আরও সমস্যা হলো নতুন ব্যাগের দাম অত্যধিক এবং এটি ছোট হওয়ায় একাধিক পণ্য কেনার ক্ষেত্রে গ্রাহককে একাধিক ব্যাগ কিনতে হয়।
আইনজীবী নিশাত ফারজানা বলছেন, এরূপ কার্যক্রম পরিবেশ সচেতনতার নামে গ্রাহকের সঙ্গে প্রতারণা এবং অস্বচ্ছ ব্যবসায়িক মনোভাব প্রকাশ করে। নোটিশে ১০ দিনের মধ্যে ব্যাগের জন্য মূল্য নেওয়া বন্ধ না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।
আড়ং দেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড। নোটিশটি প্রেরণের পর গ্রাহক ও ব্যবসায়িক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।