সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কসহ ৪ জন রিমান্ডে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫০

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বিসহ চারজনকে চাঁদাবাজির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান পুলিশ রিমান্ডের আবেদন শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে পাঠানো অন্য তিনজন হলেন— আবু সুফিয়ান, আব্দুর রহমান ওরফে মানিক এবং হাবিবুর রহমান ফরহাদ। এছাড়া আসামি শাহিন হোসেনকে প্রয়োজনে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

মামলার বাদী ‘সেইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এর মালিক আফরুজা শিল্পী অভিযোগ করেন, হাসপাতালের চিকিৎসা প্রক্রিয়ায় এক নবজাতকের মৃত্যু নিয়ে মামলা না করার বিনিময়ে আসামিরা তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে হাসপাতালের যন্ত্রপাতি ভাঙচুর, কর্মীদের তুলে নেওয়া এবং হত্যার হুমকি দেয়। পরবর্তীতে একাধিক দফায় নগদ অর্থ আদায়ও করে বলে অভিযোগ রয়েছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম ধানমন্ডি এলাকায় আরও এক লাখ টাকা নেয়ার সময় সেনাবাহিনী ও পুলিশ গিয়ে আসামিদের আটক করে। পরদিন বাদী মোহাম্মদপুর থানায় মামলা করেন।

এর আগে, চলতি বছরের মে মাসে একটি প্রকাশনা প্রতিষ্ঠানের বাসায় রাতের বেলা প্রবেশের চেষ্টা করার অভিযোগে রাব্বিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা ধরা পড়েছিলেন। পরে মুচলেকার ভিত্তিতে তাদের মুক্তি দেওয়া হয়।

আসামিদের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top