জুলাই হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৩ আসামির মামলার রায়ের দিন ধার্য আজ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ১১:৫৬

জুলাই হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিচার কাজ শেষ হচ্ছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ এ মামলার রায়ের দিন ধার্য করতে পারেন বলে জানিয়েছে প্রসিকিউশন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার যুক্তিতর্ক ও সমাপনী বক্তব্য শেষে রায়ের দিন ধার্য হওয়ার কথা। এই মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই মামলায় রাজসাক্ষী হয়েছেন। প্রসিকিউশন তার সাজার আবেদন করেনি। তবে হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রত্যাশা করছেন চিফ প্রসিকিউটর।
অন্যদিকে, শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন খালাসের প্রত্যাশা করেছেন। তিনি দাবি করেন, প্রসিকিউশন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। তিনি রাজসাক্ষী হওয়া নিয়েও প্রশ্ন তোলেন।
আজ চিফ প্রসিকিউটর পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন করবেন এবং অ্যাটর্নি জেনারেল সমাপনী বক্তব্য রাখবেন। এরপরই আনুষ্ঠানিকভাবে রায়ের দিন ধার্য হবে। গত ১০ জুলাই তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।