দিনাজপুরে চাকরির পরীক্ষায় ডিভাইসসহ পরীক্ষার্থী আটক
দিনাজপুর প্রতিনিধি: | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১৬:৫৩
খাদ্য অধিদপ্তরের চাকরির পরীক্ষায় প্রযুক্তি ব্যবহার করে প্রতারণার চেষ্টা করতে গিয়ে ধরা খেলেন কৃষ্ণকান্ত রায় (২৫) নামে এক পরীক্ষার্থী। পরীক্ষার সময়ে বারবার কাশতে থাকায় সন্দেহ হলে তার শরীর তল্লাশি করে পুলিশ ডিভাইস উদ্ধার করে। শনিবার সকাল সোয়া ১০টার দিকে শহরের কেরী মেমোরিয়াল হাইস্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটক কৃষ্ণকান্ত রায় বিরল উপজেলার সিঙ্গুল পূর্ব রাজারামপুর গ্রামের বাসিন্দা ও সদ্য স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থী। তিনি দিনাজপুর শহরের ফকিরপাড়ার একটি ছাত্রাবাসে থাকতেন।
কেন্দ্র সূত্রে জানা যায়, পরীক্ষার হলে বারবার কাশতে থাকায় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে তল্লাশি করে। এ সময় কানের ভেতর ও স্যান্ডো গেঞ্জির ভেতর থেকে দুটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে কৃষ্ণকান্ত জানান, একটি সংঘবদ্ধ চক্র তাকে অর্থের বিনিময়ে এসব ডিভাইস সরবরাহ করে। পরীক্ষার প্রশ্নপত্রের সেট যদি ‘পদ্মা’ হয়, তাহলে কাশি দিতে হবে— এমন শর্তে চক্রটির সদস্যরা ডিভাইসের মাধ্যমে উত্তর বলে দিতো বলে স্বীকার করেন ওই পরীক্ষার্থী।
এ ঘটনায় কৃষ্ণকান্ত ও তার ভাইকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি এসব প্রতারণার পেছনে থাকা মূল চক্রকে ধরতে পুলিশ ও গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করেছে।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ার হোসেন জানান,
“একটি বড় চক্র এই ডিভাইস ও প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত। ইতোমধ্যে সবুজ ও মামুন নামে আরও দুজনকে আটক করা হয়েছে। পুরো চক্রকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।