মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

নাইকো মামলায় খালেদা জিয়ার অভিযোগ গঠন শুনানি পেছালো

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২১, ০৪:০৪

নাইকো মামলায় খালেদা জিয়ার অভিযোগ গঠন শুনানি পেছালো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার চার্জ শুনানির তারিখ পিছিয়ে ২০২২ সালের ১৮ জানুয়ারি ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (৭ ডিসেম্বর) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ২ নম্বর ভবনে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ দিন ধার্য করেন।

মঙ্গলবার খালেদা জিয়ার পক্ষে এ মামলায় অব্যাহতির (ডিসচার্জ) আবেদনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি। এছাড়া খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আইনজীবীদের মহাসমাবেশ রয়েছে জানিয়ে শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার।

আদালত সময় আবেদন মঞ্জুর করে ২০২২ সালের ১৮ জানুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য করেন। খালেদা জিয়ার অপর আইনজীবী জিয়া উদ্দিন জিয়া এ তথ্য নিশ্চিত করেন।

এনএফ৭১/এমএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top