• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

রাজিউর রাহমান | প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩, ১৯:১২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কাতার সফর নিয়ে আজ সোমবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল সাড়ে ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হবে।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে এলডিসি সম্মেলনে যোগ দিতে গত ৪ মার্চ কাতার যান প্রধানমন্ত্রী। সফরকালে তিনি এলডিসি ৫-এর উদ্বোধনী অনুষ্ঠানসহ বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘ সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট সাবা কোরোসি, কাতার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখা মোজা বিনতে নাসেরের সঙ্গেও বৈঠক করেন তিনি। এছাড়া জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাপ্রধানদের সঙ্গে বৈঠক হয়। সফর শেষে গত বুধবার প্রধানমন্ত্রী দেশে ফেরেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তার কার্যক্রম জাতির সামনে তুলে ধরেন। বক্তব্যে তিনি সাধারণত মূল বিষয়ের ওপর আলোকপাত করেন।

অতীতে প্রতিটি সংবাদ সম্মেলনেই সাংবাদিকরা প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন। সে ক্ষেত্রে সমসাময়িক রাজনীতি ও অন্যান্য ইস্যুও প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে আলোচনায় আসে। সাংবাদিকরা তার কাছে এসব বিষয়ে জানতে চাইলে তিনি উত্তর দেন। ৮ মার্চ তিনি দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top