• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


চট্টগ্রামে হিমাগারে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বনানীর এআর টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে

রাজিউর রাহমান | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৩, ১৬:০৪

বনানীর এআর টাওয়ারে আগুন

রাজধানীর বনানীর এআর টাওয়ারে আগুন লেগেছে। বুধবার ভোর ৫টার দিকে বনানীর ২৪ কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ১২তলাবিশিষ্ট এআর টাওয়ারের ৫ম তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, ভোর ৫টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ৫টা ১৮ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় সকাল ৬টা ২৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আর সকাল ৭টা ৭ মিনিটে আগুন পুরোপুরি নিভে যায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

এরআগে, মঙ্গলবার (১৮ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১টার দিকে চট্টগ্রামের চাক্তাই বাকলিয়া থানাধীন রাজাখালি এলাকায় জনতা কোল্ড স্টোরেজ গোডাউনে অ্যামোনিয়া সিলিন্ডার বিস্ফোরণে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, রাত ২টার দিকে ভবনটি ধসে পড়ে। বড় ধরণের দুর্ঘটনা এড়াতে আশপাশের কয়েকটি ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া মঙ্গলবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের লাগোয়া লেদা রোহিঙ্গা ক্যাম্পের একটি অংশে আগুন লাগে। খবর পেয়ে টেকনাফ ও উখিয়া থেকে আসা ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুনে ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটা অংশের তিনটি লার্নিং সেন্টারসহ অর্ধশতাধিক রোহিঙ্গা বসতি সম্পূর্ণ পুড়ে গেছে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top