• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


১০ প্রকল্প উদ্বোধন ও ৭ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

যুদ্ধ বন্ধ করুন; এটা কোনো সমাধান আনে না

রায়হান রাজীব | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩, ১৪:৩১

ছবি: সংগৃহীত

শেখ রাসেল দিবস উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন ১০টি প্রকল্প উদ্বোধন এবং ৭টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৮ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উপলক্ষে আইসিটি মন্ত্রণালয়ের এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক সম্পাদিত ‘স্মরণে আবরণে শেখ রাসেল’ বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে শেখ রাসেল পদক-২০২৩ ও স্মার্ট বাংলাদেশ-২০২৩ পুরস্কার প্রদান করেন তিনি।

অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বলব, আমাদের সন্তানদের কাছে একটি উপদেশ থাকবে, তোমরা পড়াশোনা করবে। ওই জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস থেকে দূরে থাকবে। আজকে আমরা স্মার্ট বাংলাদেশ তৈরি করছি। আজকের শিশুরাই তো স্মার্ট বাংলাদেশ পরিচালনা করবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘শিশুরা কিন্তু তাড়াতাড়ি শেখে। আমরা বৃদ্ধরা কোথায় (মোবাইলে) টিপব। আমার ছোট্ট সোনামণিরা তো স্মার্ট বাংলাদেশের স্মার্ট সৈনিক হবে। এটাই আমি চাই।’

বিশ্ব নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি বিশ্বনেতাদের বলব, যুদ্ধ বন্ধ করেন। যুদ্ধ কোনো সমাধান আনে না। অস্ত্র বানানো ও অস্ত্র প্রতিযোগিতায় যে অর্থ ব্যয় করা হয়, সেই অর্থ শিশুদের উন্নয়নে ব্যয় করা হোক।’

এদিন সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিনে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top