• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ডামি নির্বাচন ড্যাম হয়ে গেছে

গণতন্ত্রকে দাফন করতে চায় সরকার: রিজভী

রায়হান রাজীব | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৪, ১৪:৩৮

ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ জোর করে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। তাই অবৈধ সরকার যাতে জোর করে ক্ষমতায় না থাকতে পারে, তাদের বিরুদ্ধে আপনাদের শান্তিপূর্ণ অধিকার প্রয়োগ করুন- ভোট দিতে যাবেন না, অবৈধ নির্বাচন মানবেন না।

সোমবার (১ জানুয়ারি) সকালে 'ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে' রাজধানীর কাফরুল এলাকায় লিফলেট বিতরণ শেষে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ‘তারা নিজেরা নিজেরা খুন করছে, নাশকতা করছে, মানুষ মারছে আর এটা চাপিয়ে দিচ্ছে যারা গণতন্ত্ররে জন্য লড়াই করছে তাদের ওপর, যারা দীর্ঘদিন ধরে মানুষের অধিকারের জন্য লড়াই করছে, মত প্রকাশের স্বাধীনতার জন্য লড়াই করছে তাদের ওপর।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ গনতন্ত্রকে আগেই হত্যা করেছে। এখন ডামি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে দাফন করতে চায়। অবৈধ সরকারের পাতানো এই নির্বাচনে প্রার্থী নিজেই বলছেন, আমি ভারতের প্রার্থী। জনগণের বুঝতে আর বাকি নেই, কেমন নির্বাচন হতে যাচ্ছে।’

রিজভী বলেন, ‘শুধু রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকা খরচ করা ছাড়া আর কিছু নেই। ডামি এই নির্বাচন ইতিমধ্যেই ড্যাম হয়ে গেছে। ভাগ-বাটোয়ারার এই নির্বাচন দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে।’

গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষে মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর থেকে চার দফায় ৫ দিন হরতাল এবং ১২ দফায় ২৩ দিন অবরোধ করেছে বিএনপি। এর মধ্যে ভোট বর্জনে অসহযোগের ডাক দিয়ে তৃতীয় দফায় গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি পালন করছে দলটি।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top