বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

জাতিসংঘ অধিবেশন: হাসিনার কাগুজে হুংকার

এম এ নোমান | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৯

ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন কভার করার সুযোগ পাওয়া যে কোনো সাংবাদিকের জন্য মর্যাদার। চলতি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে আমি নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে এ অধিবেশন কভার করার সুযোগ পাই।

এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য ছিল—‘একসঙ্গে ভালো: শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের পথে ৮০ বছর ও আরও বেশি’। বিশ্বনেতারা বৈশ্বিক সমস্যা, মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ এবার বড় ধরনের চমক দেখায়। প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে তিনটি রাজনৈতিক দলের ছয়জন শীর্ষ নেতাও উপস্থিত ছিলেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্ট ও সাইড মিটিংয়ে তাদের উপস্থিতি বিশ্বনেতাদের নজর কাড়ে।

সাধারণ পরিষদের আগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে দেখা এবং স্থানীয় রাজনৈতিক প্রস্তুতির কাহিনী উল্লেখযোগ্য। সেখানে বাংলাদেশি শাখার নেতারা প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গীদের স্বাগত জানান। পাশাপাশি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও প্রতিবাদমূলক আয়োজনের প্রস্তুতি নেয়।

প্রতিবেদন অনুসারে ভারতে অবস্থানরত শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ নেতাদের ভার্চুয়ালি নির্দেশ দেন। বিমানবন্দর ও জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা দেন। তাদের মধ্যে বৈঠকে উপস্থিত একজন নেতার বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনা বলেন, “ওদের কেউ যেন অক্ষত না থাকে।”

নিউইয়র্কের বাংলাদেশি প্রবাসীরা এই ঘটনা নিয়ে লজ্জিত এবং মর্মাহত। তাদের মতে, অন্য দেশের নাগরিকেরা এমন আন্দোলনে অংশ নেন না; বাংলাদেশের প্রবাসীরা আইন ভঙ্গের মাধ্যমে প্রতিবাদে এগিয়ে আসে।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে ভাষণ দিলে উপস্থিতরা করতালির মাধ্যমে অভিবাদন জানান। তিনি বক্তব্যে বাংলাদেশের গণতন্ত্র, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক শাসনের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রথমবার বিভিন্ন দলের প্রতিনিধিরা একসঙ্গে গুরুত্বপূর্ণ বিদেশ সফরে অংশ নেন এবং কূটনীতিক, প্রবাসী নেতৃবৃন্দ ও ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

এ উদ্যোগ বিশ্বকে বার্তা দিয়েছে যে বাংলাদেশ গণতান্ত্রিক ও অবাধ নির্বাচনের পথে ঐক্যবদ্ধভাবে এগোচ্ছে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top