তারেক রহমান আগামী মাসে ওমরাপরবর্তী দেশে ফেরার সম্ভাবনা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১১:২১
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী মাসে পরিবারের সঙ্গে পবিত্র ওমরা পালনের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন। এ তথ্য রোববার যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।
তিনি জানান, “তারেক রহমান আগামী মাসের ২০ থেকে ২১ তারিখের দিকে সৌদি আরব যাবেন; ওমরা শেষে আবার লন্ডনে ফিরবেন।”
তিনি দেশে ফেরার সময়সূচি সম্পর্কে বলেন, “লন্ডনে ফিরে তিনি নভেম্বরের শেষের দিকে কিংবা ডিসেম্বরের শুরুতে ঢাকার ফ্লাইট ধরবেন। তবে এখনো নির্দিষ্ট দিন চূড়ান্ত হয়নি।”
এই প্রস্তুতির অংশ হিসেবে বিএনপি দেশে ফেরার দিনটাকে সামনে রেখে একটি নিরাপত্তা কমিটি গঠন করেছে। কমিটির এক সদস্য যমুনা টেলিভিশনকে বলেন, “আমরা ২৩ নভেম্বর দেশে ফেরার সম্ভাব্য সময় ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছি। সরকারের সঙ্গে সমন্বয় করে সকল কাজ করা হচ্ছে।”
একই সঙ্গে তিনি জানান, “এই সময়ের মধ্যে জাপান থেকে বুলেটপ্রুফ গাড়িও চলে আসবে বলে জানায় গেছে।”
তিনি আরও জানান, দেশে ফেরার পর তারেক রহমান অভিভাবক বাড়ি হিসেবে থাকবেন ঢাকার গুলশান-২ অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়িতে। এ বাড়িটি আগে ১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান’র মৃত্যুর পর প্রশাসনের তরফ থেকে তাঁর স্ত্রী খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।