• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


নীলক্ষেত এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ জুন ২০২২, ০২:৪৫

নীলক্ষেত এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজধানীর নীলক্ষেত এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)। বৃহস্পতিবার (১৬ জুন) এই উচ্ছেদ অভিযান শুরু হয়।

অভিযান বিষয়ে নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান বলেন, নীলক্ষেত এলাকায় দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উচ্ছেদ অভিযান শুরু করেছেন। কোনো প্রকার বাধা ছাড়াই তারা অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ চালিয়ে যাচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।

ডিএসসিসি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা উপ-সচিব মেরীনা নাজনীন ও সম্পত্তি কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনিয়ির সহকারী সচিব মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানস্থলে দেখা যায়, নীলক্ষেতের সিটি করপোরেশন রোড সাইট মার্কেটের সম্মুখভাগে ও ওপরে নকশা বহির্ভূত অনুমোদনহীন দোকান ও ভেতরের বাকুশাহ মার্কেটের প্রবেশ পথের সামনে গড়ে তোলা দোকান ভেঙে দেওয়া হয়েছে।

ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনিয়ির সহকারী সচিব মো. মুনিরুজ্জামান বলেন, সিটি করপোরেশনের নকশাবহির্ভূত যেসব দোকান ছিল, সেগুলো মেয়রের নির্দেশে আমরা ভেঙে দিয়েছি। এখানে ৪৯টি বৈধ দোকান রয়েছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top