ইবাদতের শিষ্টাচার: কোথায় ‘বিসমিল্লাহ’ আর কোথায় ‘আউজুবিল্লাহ’—স্পষ্ট নির্দেশনা ইসলামে
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৭:৪১
দৈনন্দিন ইবাদত, দোয়া বা সাধারণ ভালো কাজ শুরু করার আগে মুসলমানরা সাধারণত দুটি বাক্য উচ্চারণ করেন—‘আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম’ এবং ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’। তবে কোন ক্ষেত্রে কোনটি পড়তে হয়—এ নিয়ে অনেকের মধ্যেই দেখা যায় বিভ্রান্তি। অথচ কোরআন ও হাদিসে এই দুয়ার ব্যবহার সম্পর্কে স্পষ্ট নির্দেশনা, সুন্নত ও শিষ্টাচার বর্ণিত রয়েছে।
ইসলামবিদরা বলেন, কোথায় কোন দোয়া পড়তে হবে তা জানা থাকলে ইবাদত যেমন শুদ্ধ হয়, তেমনি আমলেও আসে বরকত।
বিসমিল্লাহ—যেকোনো বৈধ ও ভালো কাজের শুরুতে
‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পাঠ করা প্রতিটি ভালো ও বৈধ কাজ শুরু করার সুন্নত পদ্ধতি।
হাদিসে রাসুল (সা.) বলেন—
“প্রত্যেক কথা বা কাজ যা আল্লাহর নাম ছাড়া শুরু করা হয়, তা বরকতশূন্য।” (মুসনাদে আহমাদ)
কোথায় ‘আউজুবিল্লাহ’ পড়া ওয়াজিব বা সুন্নত
১. কোরআন তিলাওয়াতের আগে—ওয়াজিব
কোরআনে স্পষ্টভাবে নির্দেশ এসেছে—
“যখন তুমি কোরআন পাঠ করবে, তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো।” (সুরা নাহল: ৯৮)
অতএব, তিলাওয়াতের শুরুতে ‘আউজুবিল্লাহ’ পড়া বাধ্যতামূলক।
সুরার শুরু থেকে পড়লে: আউজুবিল্লাহ + বিসমিল্লাহ
মাঝখান থেকে পড়লে: আউজুবিল্লাহ যথেষ্ট।
২. নামাজে সানা পড়ার পর
নামাজে তাকবিরের পর সানা পাঠ করে আউজুবিল্লাহ → বিসমিল্লাহ → সূরা ফাতিহা—এটাই সুন্নত পদ্ধতি।
৩. খারাপ স্বপ্ন দেখলে
রাসুল (সা.) নির্দেশ দিয়েছেন—খারাপ স্বপ্ন দেখলে তিনবার বাঁ দিকে থুতু দিয়ে তিনবার আউজুবিল্লাহ পড়তে হবে এবং পাশ পরিবর্তন করতে হবে। (মুসলিম: ২২৬২)
৪. রাগ বা কুমন্ত্রণা এলে
অতিরিক্ত রাগ বা শয়তানের কুমন্ত্রণা অনুভব করলে আউজুবিল্লাহ পড়া সুন্নত।
কোরআনে বলা হয়েছে—
“শয়তানের কুমন্ত্রণা যদি প্ররোচিত করে, তবে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো।” (সুরা আরাফ: ২০০)
যেখানে বিসমিল্লাহ বা আউজুবিল্লাহ —কোনোটিই নয়
খুতবা বা দ্বীনি আলোচনা শুরু করতে হয় হামদ ও দরুদ দিয়ে, বিসমিল্লাহ-আউজুবিল্লাহ দিয়ে নয়।
আজান ও নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে; এখানে বিসমিল্লাহ বা আউজুবিল্লাহ পাঠের নির্দেশ নেই।
ইসলামি বিশেষজ্ঞরা বলেন, এসব ভুল থেকে বিরত থাকলে ইবাদত হবে সুন্নতমতো এবং দৈনন্দিন আমলে আসবে বরকত।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।