• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বাংলাদেশের ফুটবল দর্শকদের প্রশংসা করলো, বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা

নিশি রহমান | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২২, ০৩:৫৪

ব্রাজিলিয়ান সমর্থকদের ছবি

চার বছর পর আবারও ফুটবল নিয়ে উন্মাদনায় মেতেছে পুরো বিশ্ব। পিছিয়ে নেই বাংলাদেশও। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার জয়ে বাংলাদেশি আর্জেন্টিনা সমর্থকদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশ করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবার টুইটারে ব্রাজিল সমর্থকদের ছবি প্রকাশ করে বাংলাদেশের ফুটবল দর্শকদের প্রশংসা করলো ফিফা।

গত সোমবার  রাতে কাতারের দোহার স্টেডিয়াম ৯৭৪'-এ 'সি' গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলেছিল  ব্রাজিল। সুইসদের ১-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্বে চলে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

গুরুত্বপূর্ণ ওই ম্যাচের প্রথমার্ধে সমানভাবে লড়াই চালিয়ে যায় দুই দলই। কিন্তু দ্বিতীয়ার্ধে সুযোগ হাতছাড়া করেনি ব্রাজিল। সুইসদের জালে বল জড়িয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। আর তাতেই উল্লাসে মেতে উঠেন বাংলাদেশের ব্রাজিল সমর্থকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মুহসীন হল মাঠের সেই দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। মূহুর্তের মধ্যেই বাংলাদেশের সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এসব ছবি। বিষয়টি ফিফার নজরেও এসেছিল।

ব্রাজিলিয়ান সমর্থকদের চারটি ছবি সংযুক্ত করে ফিফা তার অফিশিয়াল টুইটার পোস্টে লিখেছে, ফুটবলের মতো আর কোনো কিছুই মানুষকে এভাবে এক করতে পারে না।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top