• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


লিটন দাসের হাতের চোট নিয়ে কি বললেন ইমরুল

নিশি রহমান | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৩, ০০:০০

ইমরুল কায়েস ও লিটন দাস

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল (৩১ জানুয়ারি) খুলনা টাইগার্সকে ৭ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুরুতে ব্যাটিংয়ে এসে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২১০ রান করে খুলনা। তবে কুমিল্লা জবাব দিতে নেমে ১০ বল হাতে রেখেই ম্যাচটিতে জয় পায় ।

আরওপড়ুন>>> সাকিবদের প্রধান কোচের দায়িত্বে চন্ডিকা হাথুরুসিংহে 

২১১ রানের লক্ষ্যে ২২ রানে প্রথম উইকেট হারালেও কুমিল্লা ভিক্টোরিয়ান্স এরপর মারমুখি হয়ে ওঠে। খুলনার বোলারদের দিশাহারা করে ফেলে রিজওয়ান ও চার্লস।  ৫৬ বলে ১০৭ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতান জনসন চার্লস এবং রিজওয়ান ৩৯ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন ।

২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কুমিল্লার বড় ভরসার নাম ছিল লিটন দাস। প্রথম বলেই শফিকুল ইসলামকে হাঁকিয়েছিলেন বাউন্ডারি। কিন্তু দ্বিতীয় বল আঘাত হানে লিটনের ডান হাতে ।বাঁহাতি পেসার শফিকের গুড লেন্থের বল হাতে লাগার পর ব্যথায় কাতরাতে থাকেন লিটন। এরপর তাকে মাঠ ছাড়তে দেখা যায়।

কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস বলেছেন, লিটনের স্ক্যান করানো হয়েছিল। হাতে কোনো ফ্র্যাকচার নেই। তবে ব্যথা আছে। আমাদের এর মধ্যে দুই-তিন দিন বিরতি আছে। আশা করি এর মধ্যেই ঠিক হয়ে যাবে লিটন।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top