• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


শেষ ম্যাচে শক্তিশালী রূপ দেখাতে চায় বাংলাদেশ

শাকিল খান | প্রকাশিত: ৬ মার্চ ২০২৩, ২১:৫৭

ছবি: সংগৃহীত

মিরপুরের দুই ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ নিজেদের হাতে রেখে দিয়েছে  ইংল্যান্ড।  হাতছাড়া হয়েছে সিরিজও ।তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডের আগে বাংলাদেশ দলকে চোখ রাঙাচ্ছে হোয়াইটওয়াশ। তবে সেই চ্যালেঞ্জ নিতে বাংলাদেশ ফিরতে চায় শক্তিশালী রূপে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে  সংবাদ সম্মেলনে এমন ভাবনাই জানিয়েছেন স্পিন কোচ রঙ্গনা হেরাথ।

সাগরিকায় ম্যাচটিতে ইংল্যান্ডকে মোকাবিলা করার আগে সংবাদমাধ্যমের সামনে কোচ হেরাথ বলেন, ‘আসলে পরাজিত দলে থাকাটা সহজ ব্যাপার নয়। তবে এটা খেলারই অংশ। আমাদের শক্তিশালী হয়ে ফিরতে হবে। আমরা এই চ্যালেঞ্জটা নিতে, শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ভালো করার জন্য মুখিয়ে আছি।

নিজেদের মাঠ হলেও বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে পিচ পড়তে ভুল করেছে। পিচ নিয়ে কোচিং স্টাফ হতে শুরু করে ক্রিকেটাররাও যেন ছিলেন সিরিয়াস। বারবার খুঁটে খুঁটে দেখেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক তামিম ইকবাল। উইকেটে বেশ খানিকটা সময় ছিলেন সাকিব আল হাসানও।

হেরাথ জানেন মিরপুরের মতো এখানে স্পিনাররা সুবিধা পাবে না। সেটা স্বীকারও করেছেন । তবে বাংলাদেশ কেন চেনা কন্ডিশনের সুবিধা নিতে পারেনি এমন প্রশ্নে জানান, প্রতিপক্ষ দলের দুই স্পিনার উপমহাদেশে খেলার অভিজ্ঞতাই ডুবিয়েছে বাংলাদেশকে।

‘মইন আলী আর আদিল রশিদ ভালো বল করেছে। এখানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে তাদের। তারা এই সুবিধাটা নিচ্ছে। তাদের ব্যাকগ্রাউন্ডটাও তো এশিয়ান’।

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ সোমবার (৬ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর ১২টায়।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top