• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বিরাট কোহলিকে সরিয়ে শীর্ষে রণবীর সিং

শাকিল খান | প্রকাশিত: ২২ মার্চ ২০২৩, ২১:২২

বিরাট কোহলি ও রণবীর সিং

২০১৭ থেকে ২০২১—টানা এই পাঁচ বছর ভারতীয় তারকাদের মধ্যে ‘ব্র্যান্ড ভ্যালু’তে সবচেয়ে এগিয়ে ছিলেন বিরাট কোহলি। এবার তার জায়গা দখল করে নিয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং।

ভারতীয় তারকাদের মধ্যে গত বছর সবচেয়ে বেশি ‘ব্র্যান্ড ভ্যালু’ ছিল রণবীর সিংয়ের। ‘বিয়ন্ড দ্য মেইন স্ট্রিম’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটি তৈরি করেছে নিউইয়র্ক ভিত্তিক মার্কিন আর্থিক ঝুঁকি ও সমাধানের পরামর্শক প্রতিষ্ঠান ‘ক্রল’।

ক্রলের প্রতিবেদনে বিভিন্ন ব্র্যান্ডের সাথে তারকাদের সম্পৃক্ততা, পণ্যদূত হিসেবে প্রভাব, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব এ রকম কিছু সূচক বিবেচনায় নেওয়া হয়েছে। 

আর সেই বিশ্লেষণে রণবীর সিং ২০২২ সালে ১৮ কোটি ১৭ লাখ মার্কিন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে শীর্ষে ছিলেন।

আগের পাঁচ বছর এ তালিকায় শীর্ষস্থান ধরে রাখা কোহলির গত বছর ব্র্যান্ড ভ্যালু ছিল ১৭ কোটি ৬৯ লাখ ডলার। ২০২১ সালেও ১৮ কোটি ৫৭ লাখ ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে শীর্ষে ছিলেন কোহলি, রণবীর দ্বিতীয় স্থানে ছিলেন ১৫ কোটি ৮৩ লাখ ব্র্যান্ড ভ্যালু নিয়ে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top