• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ম্যাচ হারলেও একই ইন্টেন্টে খেলবে বাংলাদেশ

শাকিল খান | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৩, ১৬:৫৯

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছে আয়ারল্যান্ড দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুক্রবার (৩১মার্চ) শুরু থেকেই দাপট দেখাতে থাকে সফরকারীরা। বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটের জয় নিয়ে সিরিজ শেষ করেছে আইরিশরা। এই ম্যাচে বাংলাদেশ হারলেও এমন এপ্রোচেই সবসময় খেলতে চান তাসকিন আহমেদ।  

তাসকিন বলেন, ‘আজকে হয়তো আমাদের ব্যাটিংয়ে ধস পড়েছে। এরকম ইন্টেন্ট না থাকলে কিন্তু দুইটা ম্যাচে ২০০ হতো না, এটা সত্যি কথা বুঝতে হবে। আমরা যদি আগামীতে টি-টোয়েন্টিতে ভালো করতে চাই আমাদের ইন্টেন্টটা থাকতে হবে। বোলার, ব্যাটার সবারই আগ্রাসী মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে।’

এমন খেলতে গিয়ে সামনে হয়ত ধস নামতে পারে সেটা মনে করিয়ে দিলেন তাসকিন, ‘কিছু কিছু দিন হয়ত এরকম ইন্টেন্ট দেখাতে গিয়ে ধস নামবে। এটাও আমরা মেনে নিয়ে এগোবো। এমন না যে ভয়ডর নিয়ে থাকব। ভবিষ্যতে এটা আমাদের সাহায্য করবে। ব্যর্থতার ভয়টাকে বাদ দিয়ে ক্রিকেট খেলা।’

 শেষ ম্যাচের ব্যাটিং নিয়ে তাসকিন বলছিলেন, ‘উইকেট ভালোই ছিল, দুর্ভাগ্যজনকভাবে আজ দ্রুত উইকেট পড়ে গিয়েছিল। কিন্তু ইন্টেন্ট আগের দুই ম্যাচের মতোই ছিল। তখন রান হয়েছে আজ দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে গেছে। আসলে আরেকটু ভালো ব্যাটিং হয়তো করতে পারতাম আমরা, কারণ আমাদের সেই সামর্থ্য আছে। দুর্ভাগ্যবশত সেটা হয়ে গেছে। কিন্তু আমাদের সবার ইন্টেন্ট এমন ছিল যে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলা, আক্রমণাত্মক খেলা। আজ আর কি বাজে একটা দিন ছিল।

ব্যাটিংয়ের সময় ড্রেসিং রুমের বার্তা কী ছিল? এমন প্রশ্নে তাসকিন বলেন, ‘এটা তো আমাদের একদম একান্তই ভেতরের কথা। এটা কোচ ও খেলোয়াড়দের মধ্যে থাকা ভালো। কিন্তু আমাদের ইন্টেন্ট ইতিবাচক ছিল এটাই হলো কথা। ’

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top