• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


একাদশে আজ একাধিক পরিবর্তন আনতে পারে বাংলাদেশ

শাকিল খান | প্রকাশিত: ১৪ মে ২০২৩, ১৮:২৩

ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি বৃষ্টিতে ভেসে গেলেও দ্বিতীয়টিতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। এবার সিরিজ জয়ের মিশন। রবিবার (১৪ মে) চেমসফোর্ডে সিরিজের তৃতীয় ম্যাচে আইরিশদের মুখোমুখি হচ্ছেন টাইগাররা।  

সিরিজ জয়ের প্রশ্ন থাকলেও তৃতীয় ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের দিনই এ আভাস দিয়েছিলেন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। ওপেনিং এবং লেট মিডলঅর্ডার নিয়ে এখনও সন্তুষ্ট নয় টিম ম্যানেজমেন্ট। তাই এসব জায়গায় অন্য কাউকে বাজিয়ে দেখার চেষ্টা করতে চান হাথুরু।

এদিকে দ্বিতীয় ম্যাচে বল হাতে ব্যর্থ ছিলেন শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম। ফলে আজ অভিষেক ঘটতে পারে মৃত্যুঞ্জয় চৌধুরীর। যিনি ব্যাট হাতেও পারদর্শী। তাছাড়া ফিরতে পারেন মুস্তাফিজুর রহমানও। সাকিব তো আঙুলের চোটে সিরিজ থেকে ছিটকেই গেছেন। তার জায়গায় বিসিবি কাকে খেলায়, সেটাও দেখার পালা।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, রবিবার (১৪ মে) চেমসফোর্ডের আকাশ কিছুটা মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই। গত দুই ম্যাচের দিন বৃষ্টি হানা দিয়েছিল। প্রথম ম্যাচটা মাঠে গড়ালেও বৃষ্টির কারণে শেষ করা যায়নি। শেষ পর্যন্ত ম্যাচটা পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচ নির্ধারিত সময়ের দুই ঘণ্টার বেশি সময় পর মাঠে গড়ায়। সেই ম্যাচে ৩১৯ রানের পাহাড় তাড়া করে ৪৪.৩ ওভারে জয় তুলে নেয় বাংলাদেশ। ৯৩ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় ১১৭ রান করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন নাজমুল হোসেন শান্ত। আজও জয়ের লক্ষ্যেই মাঠে নামছে বাংলাদেশ। জিতলেই দ্বিপক্ষীয় সিরিজের ট্রফি ঘরে আনতে পারবে টাইগাররা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মেহেদী মিরাজ, মৃত্যুঞ্জয় চৌধুরী, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top