আফগানদের গুঁটিয়ে দিয়ে বিশাল লিড টাইগারদের
শাকিল খান | প্রকাশিত: ১৫ জুন ২০২৩, ২২:২৮
আফগানিস্তানকে নিয়ে রীতিমত ছেলেখেলা করেছে বাংলাদেশ দল। নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৩৮২ রান সংগ্রহ করেছিল টাইগাররা। এরপর আফগানরা ব্যাটিংয়ে নামার পর টাইগারদের বোলিং তোপে মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে গেছে। ফলে ২৩৬ রানের বিশাল লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ দল।
ফলোঅন করানোর সুযোগ থাকলেও সেই পথে হাঁটেননি বাংলাদেশ টেস্ট দলের সাময়িক অধিনায়ক লিটন কুমার দাস। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি।
টাইগারদের বোলিং তোপে কোনো আফগান ব্যাটারই খুব একটা সুবিধা করতে পারেননি। দলটির হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন আফসার জাজাই।
বাংলাদেশের হয়ে বল হাতে তোপ দেগেছেন পেসার এবাদত হোসেন ও শরিফুল ইসলাম। এবাদত ১০ ওভার বল করে ৪৭ রান দিয়ে নিয়েছেন চার উইকেট। শরিফুল, তাইজুল ইসলাম ও মেহেদী মিরাজ নিয়েছেন দুইটি করে উইকেট।
বিষয়: আফগানিস্তান বাংলাদেশ সিরিজ News newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।