• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ম্যাচে চলাকালীন শরীফুলকে যে বার্তা দিয়েছিলেন হৃদয়

শাকিল খান | প্রকাশিত: ১৫ জুলাই ২০২৩, ১৮:২১

ছবি: সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে দাপট দেখালেও শেষে বোলিংয়ে আভিজাত্য ধরে রাখতে পারেনি বাংলাদেশের বোলিং আক্রমণ। প্রথমে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান করে আফগানিস্তান। বাংলাদেশ ১৫৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ ওভারে দুই উইকেটে জিতে যায়।

শেষ ৬ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ৬ রান। হাতে তখনো ৫ উইকেট। কারিম জানাতের সেই ওভারের শুরুটা মিরাজ ৪ দিয়ে করেন। রান বলের ব্যবধান তখন ৫ বলে ২। পরের বলে জানাতকে উড়িয়ে মারতে গিয়ে শর্টে নবির তালুবন্দি হন মিরাজ। পরের বলে উইকেটের পেছনে ধরা দেন তাসকিন আহমেদ। ওভারের চতুর্থ বলে বড় শট খেলতে গিয়ে আউট হন নাসুম আহমেদও। যার ফলে ব্যবধানটা গিয়ে ঠেকে দুই বলে দুই রান। আরও একবার শঙ্কা দেখা দিচ্ছিলো তীরে এসে তরী ডোবার।

এমন অবস্থায় মাঠে নামেন শরিফুল ইসলাম। টেইল এন্ডার এই ব্যাটার মাঠে আসার পর তাকে কিছু একটা বলেন উইকেটের অপরপ্রান্তে থাকা হৃদয়। আর সেই কথা শুনে ব্যাট হাতে নেমেই বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ নিশ্চিত করেন শরিফুল।

ম্যাচ শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসা হৃদয়ের কাছে প্রথম প্রশ্নই ছিল শরিফুলকে কি বলেছেন? তার উত্তর, ‘শরিফুলকে বলছিলাম বল যদি ব্যাটে না লাগে তুই দৌড় দিস। পরে লাস্ট বার বলেছি, ম্যাচটা তুই জেতাবি’।

২ ম্যাচের সিরিজে বাংলাদেশ এগিয়ে গেলো ১-০ ব্যবধানে। সিরিজের শেষ ম্যাচ হবে একদিন বাদে ১৬ জুলাই, একই মাঠে। দলের জয়ে হৃদয় কৃতিত্ব দিচ্ছেন সবাইকে। তারুণ্যের আড়ালে তার কণ্ঠে পেশাদারিত্বের স্পষ্ট চাপ।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top