• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সাকিবকে অধিনায়কত্ব দেয়া হোক, চান ফাহিম

শাকিল খান | প্রকাশিত: ৫ আগষ্ট ২০২৩, ২০:০৫

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের আগে ওয়ানডে অধিনায়কত্ব ছেড়েছেন তামিম ইকবাল। চোটের কারণে খেলবেন না এশিয়া কাপেও। তামিমের প্রস্থানের পর এবার নতুন অধিনায়কের খোঁজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত ইস্যু কে হচ্ছেন টাইগারদের পরবর্তী অধিনায়ক?

তবে বোর্ডের হাতে অপশন যে অনেক রয়েছে সেটিও কিন্তু নয়। অধিনায়কের দৌড়ে লিটন দাস বাদে রয়েছেন কেবল সাকিব আল হাসানই। আর বাঁহাতি এই অলরাউন্ডারের নামটাই বারবার উঠে আসছে ওয়ানডে দলপতি হিসেবে। বোর্ড পরিচালকদের একটি বড় অংশ সাকিবকে অধিনায়ক হিসেবে চায়।

এদিকে ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিমেরও চাওয়া, সাকিব আল হাসানের কাঁধেই যাক নেতৃত্বের দায়িত্ব।

তিনি বলেন, ‘অধিনায়কত্বটা যদি এমন হয় যে একটা দলের যেকোনো একজনকে দেয়া যাবে, তাহলে যে কাউকে দেয়া যায়। তবে অধিনায়কত্বটা যদি এমন হয় যে, দলকে সে সবচাইতে ভালোভাবে পরিচালনা করবে এবং দলের সবচেয়ে ভালো রেজাল্টটা নিয়ে আসতে পারবে তাহলে সেই ভূমিকায় সাকিব আল হাসান ছাড়া অন্য কেউ আসবে না।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হয় অধিনায়কের জন্য বেস্ট চয়েজ সাকিব। এখানে অন্য কারো সঙ্গে তুলনা করার সুযোগ নেই। আমরা যদি ভালো রেজাল্ট পেতে চাই তাহলে আমাদের কাছে বিকল্প কিছু নেই, সাকিবকে অধিনায়কত্ব দেয়া ছাড়া। সাকিব যদি অধিনায়ক না হয় তাহলে হয়তো আমরা অন্যকিছু ভাবতে পারি। কিন্তু এর বাইরে আমাদের চেষ্টা করা উচিত যাতে ও অধিনায়কের দায়িত্ব নেয়।’

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top