• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


লিটন সুযোগ পেলে দল থেকে বাদ পড়বেন কে?

শাকিল খান | প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৮

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ দলের জার্সিতে দেখা যেতে পারে নিয়মিত ওপেনার লিটন কুমার দাসকে। গতকাল রাতেই লাহোরে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে উড়াল দিয়েছেন নির্ভরযোগ্য এই ব্যাটার। তবে বাংলাদেশের পরবর্তী ম্যাচে যদি তাকে খেলানো সম্ভব হয় সেক্ষেত্রে বাদ দিতে হবে যে কোনো একজন ক্রিকেটারকে।

এসিসি আইন অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর পর নির্দিষ্ট কোনো কারণ ছাড়া স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে না কোনো দল। কেবলমাত্র ইনজুরি কিংবা নির্দিষ্ট কোনো কারণে স্কোয়াডের কোনো সদস্য ছিটকে গেলে তার পরিবর্তে অন্য একজনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত  করতে পারবে।

লিটনের বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছিলেন এনামুল হক বিজয়। তাই লিটন দলে ফিরলে বিজয়ের জায়গা হারানোর সম্ভাবনাই বেশি। তাছাড়া তানজিদ তামিম ব্যাট হাতে ব্যর্থ হলেও এখনই তাকে বাদ দেয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর বলেন, এশিয়া কাপের স্কোয়াডে কিছু চোট সমস্যা আছে। সেজন্য টিম ম্যানেজমেন্ট মনে করছে, বাড়তি খেলোয়াড় থাকা দরকার। আমরা বিসিবির মেডিকেল বিভাগের ছাড়পত্র পেয়েছি। লিটনের স্বাস্থ্য ঠিক আছে জেনে তাকে পাকিস্তান পাঠানোর সিদ্ধান্ত নিই।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top