সোমবার, ২ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০
  • ** জাতীয় ** যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার কোনো যৌক্তিকতা নেই : প্রধানমন্ত্রী ** যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনের পথে প্রধানমন্ত্রী ** যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনের পথে প্রধানমন্ত্রী ** সারাদেশ ** পুলিশের সঙ্গে রউফ বাহিনীর গোলাগুলি, আটক ৬ ** হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু ** সারাবিশ্ব ** পানির নিচে নিউইয়র্ক, জরুরি অবস্থা জারি ** পাকিস্তানে ঈদে মিলাদুন্নবির মিছিলে বোমা হামলা, নিহত ৫২ ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com ** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd ** সব ধরনের ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


অভিনব উপায়ে ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করলো নিউজিল্যান্ড, দেখুন কিভাবে...

শাকিল খান | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪৩

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ খেলা যেকোন ক্রিকেটারের জন্যই বড় স্বপ্ন। সেই স্বপ্নের ক্ষণ রাঙিয়ে রাখতে অভিনব এক পথ বেছে নিলো নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড। নির্বাচক কিংবা কোচ নন, এবারের কিউই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে তাদের প্রিয়জনরা। কারো স্ত্রী, কারও বাগদত্তা, আবার কারো সন্তান বা দাদু এসে জানিয়েছেন তাদের দলে থাকার খবর।

ভিডিওর শুরুতেই আসে কেন উইলিয়ামসনের নাম। ছোট্ট একটি শিশু মায়ের কোলে বসে বলছে, ‘১৬১, আমার বাবা কেন উইলিয়ামসন।’ উইলিয়ামসন নিউজিল্যান্ডের ১৬১ নম্বর ওয়ানডে খেলোয়াড়, তাই বলা হয়েছে এমন সংখ্যা। নিউজিল্যান্ড দলে আছেন অলরাউন্ডার জিমি নিশাম। তার নাম ঘোষণা করেছেন তার ৯৪ বছর বয়সী দাদি।

নিউজিল্যান্ড দল

কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ল্যাথাম (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), ড্যারিয়েল মিচেল, ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনার, উইল ইয়াং, গ্লেন ফিলিপস, লকি ফার্গুসন, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ম্যাট হেনরি, ইশ সোধি ও রাচিন রবীন্দ্র।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top