বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

এশিয়া কাপ শেষে দেশে ফিরলেন টাইগাররা, ভুল থেকে শিক্ষা নিতে হবে...

শাকিল খান | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:২৪

ছবি: সংগৃহীত

শুক্রবার ভারতের বিপক্ষে ৬ রানের জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের এশিয়া কাপ। আজ দেশে ফিরেছে টাইগাররা। বেলা সাড়ে ১১টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায় সাকিব বাহিনী।

এবারের এশিয়া কাপে গ্রুপপর্বে শ্রীলংকার বিপক্ষে ৫ উইকেটের পরাজয় দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। তবে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে নিশ্চিত করে সুপার ফোর পর্ব।

দেশে ফেরার পর অবশ্য বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। ২১ তারিখেই আবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে মাঠে নেমে পড়তে হবে। কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ক্রিকেটাররা দেশে ফিরলেও ফিরেননি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ কোচিং ম্যানেজমেন্টের বাকি সদস্যরা।

এদিকে ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি আর ২০ দিনের মতো। এশিয়া কাপের ভুলগুলো দ্রুত কাটিয়ে উঠতে এই ২০ দিন ভালোভাবেই কাজে লাগাতে হবে বাংলাদেশকে। এছাড়া শেষের দিকে তাক লাগানো শেখ মেহেদী-তানজিম সাকিবদের কিভাবে কাজে লাগানো যায় এই টুর্নামেন্টে, সেটাও এখন ভাবনার বিষয়। 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top