• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


আমাদের লক্ষ্য সিরিজ জেতা: শান্ত

শাকিল খান | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৫

ছবি: সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য আজ শুক্রবার ডানেডিনে ট্রফি উন্মোচন করেছেন নাজমুল হোসেন শান্ত এবং টম লাথাম। স্থানীয় রেল স্টেশনে এই ট্রফি উন্মোচিত করা হয়। ট্রফি উন্মোচন শেষে বাংলাদেশ অধিনায়ক শান্ত জানিয়েছেন সিরিজে নিজেদের লক্ষ্যের কথা।

ডানেডিনে ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন শেষে শান্ত বলেছেন, ‘আমাদের দলটা বেশ ভালো। গত বছর আমরা এখানে একটি টেস্ট জিতেছি। এবার আমাদের লক্ষ্য ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জেতা। জিততে পারলে দারুণ হবে।’

প্রতিপক্ষকে নিয়ে ভালোই পরীক্ষা-নিরিক্ষা করেছেন বলেও জানান শান্ত, ‘বেশিরভাগ খেলোয়াড়কেই আমরা চিনি। নতুনও কয়েকজন আছে অবশ্য। তবে তাদের ফুটেজ আমাদের কাছে আছে।  মিটিংয়ে সেসব দেখা হয়েছে। আশা করছি, ভালো পরিকল্পনা নিয়েই মাঠে নামতে পারব।’

শান্ত আরো বলেন, ‘নিউজিল্যান্ডে বিগত কয়েক বছর ধরেই আমরা নিয়মিত খেলছি। এবার নতুন এক অভিজ্ঞতা হলো। কয়েক মিনিট আগে দারুণভাবে আমাদের স্বাগত জানানো হয়েছে। দলের সবাই খুবই উপভোগ করছে।’

এর আগে ঘরের মাঠে কয়েকদিন আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ। এবারও একই প্রতিপক্ষ, তবে ভিন্ন পরিবেশ ও ভিন্ন সংস্করণ। আগামী রবিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামছে বাংলাদেশ।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top