মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ক্রিকেটকে থেকে বিদায় নিলেন ফ্রাইলিঙ্ক

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২১, ২০:৫৩

ক্রিকেটকে থেকে বিদায় নিলেন ফ্রাইলিঙ্ক

ক্রিকেটকে বিদায় জানিয়েছেন প্রোটিয়া ক্রিকেটার রবি ফ্রাইলিঙ্ক। আনুষ্ঠানিকভাবে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এই অলরাউন্ডার।

মঙ্গলবার (৩০ মার্চ) ফ্রাইলিঙ্ক নিজেই নিশ্চিত করেন তার অবসরের বিষয়টি।

৩৬ বছর বয়সী এই ক্রিকেটার দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে খেলেছেন ৩টি টি-টোয়েন্টি। ২০১৭ সালের অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয়েছিল তার। বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) মাতিয়েছেন তিনি। চিটাগং ভাইকিংসের হয়ে নজরকাড়া পারফরম্যান্সের পর সর্বশেষ সংস্করণে খেলেন খুলনা টাইগার্সের হয়ে। এই আসরেও ব্যাট-বল হাতে ছিলেন উজ্জ্বল।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top