• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


দ্রুত গলতে শুরু করেছে এভারেস্টের চূড়ার কাছের হিমবাহ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২২, ০০:০০

দ্রুত গলতে শুরু করেছে এভারেস্টের চূড়ার কাছের হিমবাহ

দ্রুত গলতে শুরু করেছে হিমালয়ে পর্বতমালার মাউন্ট এভারেস্টের চূড়ার কাছের একটি হিমবাহ। জলবায়ু পরিবর্তনের কারণে এটি ঘটছে বলে জানানো হয়েছে নতুন গবেষণায়।

মেইন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে বিজ্ঞান বিষয়ক সাময়িকী ন্যাচারে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, গেল ২৫ বছরে দ্য সাউথ কোল প্রায় ৫৫ মিটার পুরুত্ব হারিয়েছে। কার্বন ডেটিং দেখা গেছে, বরফের উপরের স্তরটি প্রায় দুই হাজার বছরের পুরোনো ছিল। অথচ হিমবাহটি তৈরি হতে যে সময় লেগেছে তার চেয়ে ৮০ গুণ দ্রুত গতিতে গলতে শুরু করেছে তা।

গবেষক দলের প্রধান পল মায়েউস্কি ন্যাশনাল জিওগ্রাফিককে বলেছেন, 'এই হারে গলতে থাকলে সাউথ কোল সম্ভবত কয়েক দশকের মধ্যেই অদৃশ্য হয়ে যাবে। এটি বেশ উল্লেখযোগ্য পরিবর্তন।' সাউথ কোল হিমবাহটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার ৯০০ মিটার উপরে এবং বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের এক কিলোমিটার নিচে।

গবেষকরা জানিয়েছেন, হিমালয়ের হিমবাহগুলি দ্রুতগতিতে গলে যাচ্ছে। হিমবাহগুলি গলে যাওয়ার সাথে সাথে হিমালয় পর্বতমালার পাদদেশে তৈরি হয়েছে শত শত হ্রদ। এগুলোতে পানির প্রবাহ বেড়ে নিম্নভূমিতে বন্যা ডেকে আনতে পারে।


এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top