ঘরে ঢুকে টিকটক তারকাকে গুলি করে হত্যা
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২২, ০৪:০৫
                                        ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সামাজিক মাধ্যমে তারকা হিসেবে পরিচিত ৩৫ বছর বয়সী এক নারীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, বুধবার (২৫ মে) জম্মু-কাশ্মীরের বুদগাম জেলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নারীর নাম আমরিন ভাট।
আমরিন ভাট একজন টিকটক তারকা ছিলেন। পাশাপাশি তিনি টেলিভিশন তারকাও ছিলেন। এছাড়া হামলার সময় তার ১০ বছর বয়সী ভাতিজাও আহত হয়েছে। তার নাম ফারহান জুবায়ের।
স্থানীয় পুলিশ জানায়, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা আমরিনের বাড়িতে তার ওপর হামলা চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তাইয়েবার (এলইটি) সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছেন তারা।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: জম্মু-কাশ্মীর ভারত টিকটক তারকা হত্যা পুলিশ

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।