• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


মুদ্রাস্ফীতি রোধের দাবিতে হাঙ্গেরিতে ব্যাপক বিক্ষোভ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২, ০৯:০৫

মুদ্রাস্ফীতি রোধের দাবিতে হাঙ্গেরিতে ব্যাপক বিক্ষোভ

বেতন বৃদ্ধি ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি রোধের দাবিতে হাঙ্গেরিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রোববার (২৩ অক্টোবর) দেশটির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত এই বিক্ষোভে শিক্ষক ও ছাত্ররা যোগ দিয়েছিল বলে জানিয়েছে রয়টার্স।

দানিউবের উপর দিয়ে একটি সেতুর উপর দিয়ে হেঁটে বিক্ষোভকারীরা ‘অরবান সরে যান’ এবং ‘শিক্ষক নেই, ভবিষ্যত নেই’ এর মতো ব্যানার নিয়ে মিছিল করেছে।

মিছিলের কয়েক ঘণ্টা আগেই হাঙ্গেরির জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছিলেন, ইউরোপীয় ইউনিয়ন ‘অর্থনৈতিক সঙ্কটের’ মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতেও গৃহস্থালী বিদ্যুৎ বিলের হার না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

কিন্তু সাম্প্রতিক সময়ে সরকার বিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেছেন, সরকার শিক্ষকদের সামান্য বেতন দিয়ে হতাশ করেছে। অথচ মূল্যস্ফীতি সেপ্টেম্বরে ২০ শতাংশের ছিল এবং এখনও এটি বাড়ছে।

জিয়ংই বেরেস্কি নামে মিছিলে অংশগ্রহণকারী বলেন, ‘আমি এখানে এসেছি...আমার সন্তানদের জন্য, পরিবর্তন হওয়া উচিত। এই দ্রুত বর্ধনশীল মুদ্রাস্ফীতি... আমরা আর কিছুতেই সঞ্চয় করতে পারছি না, দাম বেড়ে যাওয়ায় আমরা কিছুই করতে পারছি না।’

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top