• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


হামলার শিকার মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২, ০৭:২১

হামলার শিকার মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসি নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন। হামলার সময় ন্যান্সি পেলোসি ওয়াশিংটনে ছিলেন। শুক্রবার এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন তিনি।

বিবৃতিতে পেলোসি বেলছেন, একজন হামলাকারী তাদের স্যান ফ্রানসিস্কোর বাড়িতে ঢুকে পল পেলোসির ওপরে হামলা চালান। বর্তমানে হামলাকারী পুলিশ হেফাজতে রয়েছেন। তার উদ্দেশ্য কী ছিল তা এখনও জানা যায়নি।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন জানিয়েছে, বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন পল পেলোসি। তবে তার আঘাত গুরুতর না হওয়ায়, দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। পুলিশ এবং চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন ন্যান্সি পেলোসি।

চলতি মাসের শুরুর দিকে খবর বের হয় যে, ক্যাপিটল হিলের দাঙ্গার সময় ন্যান্সি পেলোসি বলেছিলেন, তিনি ডনাল্ড ট্রাম্পকে সামনে পেলে তাকে শারীরিকভাবে আঘাত করতেন। তবে এর সঙ্গে তার বাড়িতে হামলার কোনো সম্পর্ক কিনা তা এখনও স্পষ্ট নয়।

১৯৬৩ সালে ন্যান্সি পেলোসি এবং পল পেলোসি দাম্পত্য জীবন শুরু করেন এবং তাদের পাঁচটি সন্তান রয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top