বৃহঃস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

বৌদ্ধ উৎসবে জান্তার বিমান হামলা: নিহত নারী-শিশুসহ অন্তত ৪০

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, ১১:৫২

সংগৃহীত

মিয়ানমারে চলছে রক্তক্ষয়ী সংঘাত। আর তারই এক নৃশংস চিত্র দেখা গেল কেন্দ্রীয় অঞ্চলের চাউং ইউ টাউনশিপে। গত সোমবার থাডিংজুত পূর্ণিমা উৎসব ও জান্তা-বিরোধী সমাবেশ চলাকালে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন নারী ও শিশুসহ অন্তত ৪০ জন!

উৎসবের আয়োজকরা জানান, সন্ধ্যায় যখন শতাধিক মানুষ জড়ো হয়েছিলেন, তখন হঠাৎ আকাশ থেকে সামরিক বাহিনী বোমা ফেলে। এক প্রত্যক্ষদর্শী ও আয়োজক কমিটির সদস্য জানান, একটি মোটরচালিত প্যারাগ্লাইডার ভিড়ের ওপর দিয়ে উড়ে এসে দুটি বোমা ফেলে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্যারামোটর দেখেই মানুষজন দৌড়াতে শুরু করে, কিন্তু তার আগেই বোমা ফেলা হয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলায় ৪০ জন নিহত এবং প্রায় ৮০ জন আহত হয়েছেন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই হামলাকে ‘নৃশংস ও জঘন্য’ বলে বর্ণনা করেছে।

অ্যামনেস্টির গবেষক জো ফ্রিম্যান আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়ী করে বলেছেন, নজরদারির অভাবের সুযোগ নিয়ে সেনাবাহিনী যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছে। তিনি আসন্ন বৈঠকের আগে আসিয়ানকে জান্তার ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

এমন ভয়াবহ সহিংসতার মধ্যেই জান্তা সরকার আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। জাতিসংঘ এটিকে ‘প্রহসন’ আখ্যা দিলেও, গণতন্ত্রপন্থী বিদ্রোহীরা এই তথাকথিত নির্বাচন রুখতে বদ্ধপরিকর। 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top