শহিদুল আলম ইসরায়েলি বাহিনীর হাতে আটক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, ১২:০৮

ফটোগ্রাফার ও লেখক শহিদুল আলম । ছবি: সংগৃহীত

বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক শহিদুল আলমকে ইসরায়েলি বাহিনী আটক করেছে। বুধবার তিনি আটক হওয়ার আগে ফেসবুকে একটি ভিডিওবার্তা পোস্ট করেন। ভিডিওতে শহিদুল আলম জানান, তার বহনকারী জাহাজ দ্য কনশেন্স গাজার দিকে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনী আক্রমণ করেছে।

শহিদুল আলম বলেন,

“আপনি যদি এই ভিডিওটি দেখেন, তার মানে আমাদের সমুদ্রে আটকে দেওয়া হয়েছে এবং আমাকে অপহরণ করেছে ইসরায়েল দখলদার বাহিনী। যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তি গাজার গণহত্যায় সক্রিয় সহযোগিতা করছে। আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুদের আহ্বান জানাচ্ছি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যেতে।”

ফ্রিডম ফ্লোটিলা সূত্রে জানা যায়, জাহাজটি ৯৩ জন সাংবাদিক, ডাক্তার ও কর্মী বহন করছিল। ইসরায়েলি সেনাবাহিনী দ্য কনশেন্স সহ তিনটি ছোট নৌকায় হামলা চালায়।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফ্লোটিলার অভিযান ব্যর্থ হয়েছে এবং জাহাজ ও যাত্রীদের একটি ইসরায়েলি বন্দরে স্থানান্তর করা হয়েছে। সব যাত্রী নিরাপদ এবং সুস্থ আছেন; তাদের দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শহিদুল আলমের জাহাজটি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফএসি) ও থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি) উদ্যোগের অংশ। এই আন্তর্জাতিক নৌবহর সংবাদমাধ্যমের স্বাধীনতা ও ইসরায়েলের অবৈধ অবরোধ তুলে ধরার লক্ষ্যে গাজার দিকে যাচ্ছিল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top