আফগান সীমান্তে জঙ্গি হামলায় পাকিস্তানের ১১ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, ১৫:৫২

আফগান সীমান্তের কাছে পাকিস্তানের সামরিক কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন দেশটির নয়জন সেনা ও দুইজন অফিসার। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে উত্তরপূর্বাঞ্চলীয় কুররাম জেলায় এই হামলার ঘটনা ঘটে। পাকিস্তানের পাঁচজন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, রাস্তার পাশে পুঁতে রাখা বোমা প্রথমে কনভয়টিতে আঘাত হানে। এরপর বহু সংখ্যক জঙ্গি অতর্কিতে বন্দুক হামলা চালায়।
এ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সংগঠনটি জানিয়েছে, তাদের যোদ্ধারাই কনভয়টি লক্ষ্য করে হামলা চালিয়েছে।
অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, অরাকজাই সংলগ্ন এলাকায় এক অভিযানে ১৯ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে। ওই অভিযানের সময়ই সেনা সদস্যরা প্রাণ হারান।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ বেড়েই চলেছে, বিশেষ করে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।
রয়টার্সের বিশ্লেষণে বলা হয়, তেহরিক-ই-তালেবান পাকিস্তান সরকার উৎখাতের মাধ্যমে দেশটিতে কঠোর ইসলামিক শাসন কায়েম করতে চায়। এ লক্ষ্যেই তারা নিরাপত্তা বাহিনীকে টার্গেট করছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।