বৃহঃস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

পশ্চিম তীর দখলের বিল ইসরায়েলি পার্লামেন্টে পাস: বিশ্বজুড়ে নিন্দা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ১৭:১৭

সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার একটি বিতর্কিত বিল ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রথম ধাপে অনুমোদিত হয়েছে। মঙ্গলবার ১২০ আসনের নেসেটে বিলটি ২৫-২৪ ভোটে প্রাথমিকভাবে পাস হয়। আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন হিসেবে বিবেচিত এই বিলটি কার্যকর হতে আরও তিনটি ভোটের প্রয়োজন হবে।

বিলটির বিরোধিতা করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কারণ এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নষ্ট করতে পারে বলে তার আশঙ্কা। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও এক মাস আগে পশ্চিম তীর সংযুক্তির অনুমতি দেবেন না বলে ঘোষণা দিয়েছিলেন।

এই বিল পাসের ঘটনায় ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, হামাস, কাতার, সৌদি আরব এবং জর্ডান তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে ভূমি সংযুক্তির প্রচেষ্টা বলে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

হামাস এটিকে ‘অবৈধ ও অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে। জর্ডান বলেছে, এই পদক্ষেপ দ্বিরাষ্ট্র সমাধানের পথে বাধা এবং আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ৭ লাখের বেশি ইসরায়েলি অবৈধ বসতিতে বাস করছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ানো এই বিলটির পরবর্তী ধাপের দিকে চোখ রাখছে আন্তর্জাতিক মহল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top