আফগানিস্তানে বোরকা না পরলে চিকিৎসা নয়! বিতর্কিত তালেবান নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৫:৩৪
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে নারীদের স্বাস্থ্যসেবা লাভে ফের এক বিতর্কিত নির্দেশ জারি করেছে তালেবান প্রশাসন। আন্তর্জাতিক সংস্থা মেদসঁ সঁ ফ্রঁতিয়ের বা এমএসএফ জানিয়েছে, ৫ নভেম্বর থেকে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নারী রোগী, সেবিকা ও কর্মীদের জন্য বোরকা পরা বাধ্যতামূলক করা হয়েছে।
এমএসএফ-এর সারা শাতো বলেন, এই বিধিনিষেধ নারীদের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ সীমিত করছে। নতুন নির্দেশ কার্যকর হওয়ার পর জরুরি রোগী ভর্তি ২৮ শতাংশ কমে গেছে।
তিনি জানান, তালেবান সদস্যরা হাসপাতালের প্রবেশপথে দাঁড়িয়ে বোরকা না পরা নারীদের বাধা দিচ্ছে। বোরকা হলো এমন একখণ্ড পোশাক যা চোখ ছাড়া পুরো মুখ ও শরীর ঢেকে দেয়।
যদিও তালেবান সরকারের মুখপাত্র সাইফুল ইসলাম খায়বার এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তাদের অবস্থান সাধারণভাবে হিজাব পরিধান নিয়ে, বোরকা না পরায় বাধা দেওয়া হচ্ছে না।
তবে মানবাধিকারকর্মীরা বলছেন, তালেবান প্রহরীরা কঠোরভাবে বোরকা পরা বাধ্যতামূলক করছে। ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকেই তালেবান একের পর এক বিধিনিষেধ জারি করে নারীদের কর্মক্ষেত্র ও বিশ্ববিদ্যালয় থেকে নিষিদ্ধ করেছে।
জাতিসংঘ বারবার তালেবানের এই নীতিকে 'লিঙ্গবৈষম্যমূলক শাসন' বলে এর অবসান দাবি করেছে। আন্তর্জাতিক মহলে এর তীব্র সমালোচনা চলছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।