ফের অভ্যুত্থানে জেন-জি,উত্তাল ফিলিপাইন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১২:০১
বাংলাদেশ ও নেপালে সফল অভ্যুত্থানের পর এবার সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ফিলিপাইন। সরকারি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে রোববার (৩০ নভেম্বর) রাজধানী ম্যানিলায় প্রেসিডেন্ট ফের্দিনান্দ মারকোস জুনিয়রের পদত্যাগের দাবিতে নেমে আসে হাজারো জেন-জি তরুণ।
জেন-জি নেতৃত্বাধীন প্ল্যাটফর্ম কিলুসাং বায়ান কনট্রা-কুরাকট (কেবিকেক) লুনেটা ন্যাশনাল পার্ক থেকে মিছিল শুরু করে প্রেসিডেন্ট ভবনের দিকে অগ্রসর হয়। ওয়াশিংটন টাইমস জানায়, বিক্ষোভকারীদের হাতে ছিল মারকোস ও ভাইস প্রেসিডেন্ট সারা দুতের্তের প্রতিমূর্তি—যেখানে তাদের ‘দুর্নীতিগ্রস্ত কুমির’ হিসেবে দেখানো হয়। প্ল্যাকার্ডে লেখা ছিল— “মারকোস পদত্যাগ করো”, “দুর্নীতিবাজদের জবাবদিহি করো”।
আয়োজকদের দাবি, বিক্ষোভে অংশ নেয় ২০ হাজারেরও বেশি মানুষ—সাম্প্রতিক ট্রিলিয়ন-পেসো দুর্নীতি কেলেঙ্কারি ঘিরে এটাই সবচেয়ে বড় জনসমাগম। অভিযোগ অনুযায়ী, প্রেসিডেন্টের ঘনিষ্ঠ রাজনীতিবিদরা বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের চুক্তি থেকে ঘুষ নিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন; অনেক প্রকল্প নিম্নমানের ছিল বা কখনো বাস্তবায়িত হয়নি। সাম্প্রতিক দুটি টাইফুনে ২৫০ জনের বেশি মৃত্যু জনরোষ আরও বাড়িয়ে দেয়।
কেলেঙ্কারির পর এখন পর্যন্ত দুই মন্ত্রী পদত্যাগ করেছেন। মামলায় অভিযুক্ত সাবেক আইনপ্রণেতা জালদি কো দাবি করেছেন, বাজেট কমিটির প্রধান থাকা অবস্থায় প্রেসিডেন্ট মারকোস তাকে সন্দেহজনক প্রকল্পে ১.৭ বিলিয়ন ডলার বাড়তি বরাদ্দ দিতে নির্দেশ দেন।
তবে প্রেসিডেন্ট মারকোস সব অভিযোগ অস্বীকার করেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।