উত্তর গোয়ায় জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ আগুনে নিহত ২৩
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২০
ভারতের উত্তর গোয়ায় একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ আগুন লেগে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) ভোরে এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসন ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।
ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, শনিবার গভীর রাতে গোয়ার আরপোরা এলাকার ‘বার্চ বাই রোমিও লেন’ নামের একটি ক্লাবে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুন ছড়িয়ে পড়ে। এতে কয়েকজন পর্যটকসহ বহু মানুষ ঘটনাস্থলেই প্রাণ হারান।
মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন,
“আজ গোয়ার জন্য অত্যন্ত বেদনাদায়ক দিন। আরপোরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণহানি ঘটেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্তের নির্দেশ দিয়েছি। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি আরও জানান, নিহতদের মধ্যে তিনজন দগ্ধ হয়ে এবং বাকিরা ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে ৩–৪ জন পর্যটকও রয়েছেন।
এএনআই জানিয়েছে, আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। Meanwhile, গোয়ার পুলিশ মহাপরিচালক অলোক কুমার জানান,
“নিহত সবার মরদেহ উদ্ধার করা হয়েছে।”
স্থানীয় প্রশাসন ঘটনাটি গভীরভাবে তদন্ত করছে এবং আগুন লাগার সঠিক কারণ অনুসন্ধানে কাজ চলছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।