• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


শিপ্রা রাণী বৈদ্যের শেষকৃত্য অনুষ্ঠান করলো টিম লাইফ সাপোর্ট

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে | প্রকাশিত: ৩১ জুলাই ২০২১, ০৩:১০

কোটালীপাড়ায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া শিপ্রা রাণী বৈদ্যের শেষকৃত্য অনুষ্ঠান করলো টিম লাইফ সাপোর্ট

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া শিপ্রা রাণী বৈদ্যের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করলো জ্ঞানের আলো পাঠাগারের করোনা নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবক দল ‘টিম লাইফ সাপোর্ট’।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টায় সে করোনা উপসর্গ নিয়ে শিপ্রা রাণী বৈদ্য মারা যায়। শিপ্রা রাণীর মৃত্যুর পরে তার শেষকৃত্য অনুষ্ঠান করতে এলাকার কেই এগিয়ে আসেনি। খবর পেয়ে টিম লাইফ সাপোর্টের কলাবাড়ি ইউনিয়নের টিম লিডার সাংবাদিক সুশান্ত বর্ণিক তার দু’জন সহযোগিকে সাথে নিয়ে ওই দিন রাত সাড়ে ৩টায় শিপ্রা রাণী বৈদ্যের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করেন।

শিপ্রা রাণী বৈদ্যের স্বামী অসীম বৈদ্যে বলেন, গত কয়েকদিন ধরে আমার স্ত্রী জ্বর-কাশিসহ করোনা উপসর্গের নানা রোগে ভুগছিল। এলাকার পল্লী চিকিৎসকসহ নানা স্থানে আমি আমার স্ত্রীকে চিকিৎসা করিয়েছি। বৃহস্পতিবার ১২টার দিকে আমার স্ত্রী মারা যায়। আমার স্ত্রী মারা যাওয়ার পরে পাড়া-প্রতিবেশী কেহই তার শেষকৃত্য অনুষ্ঠান করতে আসেনি। খবর পেয়ে টিম লাইফ সাপোর্টের সদস্যরা আমার স্ত্রীর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করেন।

টিম লাইফ সাপোর্টের কলাবাড়ি ইউনিয়নের টিম লিডার সাংবাদিক সুশান্ত বর্ণিক বলেন, করোনার উপসর্গ নিয়ে শিপ্ধসঢ়;্রা রাণী বৈদ্যের মারা যাওয়ার খবর শুনে আমি আমার দু’সহযোগিকে নিয়ে তার বাড়িতে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি শিপ্রা রাণী বৈদ্যের শেষকৃত্য অনুষ্ঠান করতে পাড়া-প্রতিবেশীরা কেউ এগিয়ে আসেনি। তখন আমার দু’সহযোগিকে নিয়ে রাত সাড়ে ৩টায় শিপ্রা রাণী বৈদ্যের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করি।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top