• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


পার্বতীপুরে করোনা যোদ্ধা শফিকুল মাস্টারের মাস্ক ও সাবান বিতরণ চলছে

দিনাজপুরের পার্বতীপুর থেকে | প্রকাশিত: ১ আগষ্ট ২০২১, ০৪:১২

পার্বতীপুরে করোনা যোদ্ধা শফিকুল মাস্টারের মাস্ক ও সাবান বিতরণ চলছে

দিনাজপুরের পার্বতীপুরে আর এক করোনা যোদ্ধা শফিকুল ইসলাম (৫৫)। তিনি পার্বতীপুর উপজেলার পাটিকাঘাট সুলতানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক এবং হরিরামপুর ইউনিয়নের স্বাস্থ্য ও শিক্ষা দপ্তরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি এলাকাবাসীর ভোটে ঐ ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য নির্বাচিত হন। করোনাকালীন সময় থেকে তিনি নিজ উদ্যোগে এলাকাবাসীর মাঝে লিফলেট, জায়নামাজ, মাস্ক ও সাবান বিতরণ করে চলেছেন। শনিবার দুপুরে উপজেলার খয়েরপুকুরহাটে এলাকাবাসীর মাঝে পাঁচ শতাধিক মাস্ক ও সাবান বিতরণ করেন।

এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, করোনার শুরুতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে করোনা ভাইরাসের প্রতিরোধে এলাকাবাসীর মাঝে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে এ যাবত অসংখ্য লিফলেট, লক্ষাধিক মাস্ক, ২০ হাজার সাবান ও শতাধিক জায়নামাজ বিতরণ করেছি। তিনি জানান, পার্বতীপুর ছাড়াও দিনাজপুর সদর, ফুলবাড়ী, বিরামপুর, চিরিরবন্দর উপজেলায় আমার নিকটাত্মীয়দের ডাকে সাড়া দিয়ে সেই এলাকাবাসীর মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেছি।

শিক্ষক শফিকুল ইসলাম বলেন, মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে আমার এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে। ভ্যানচালক সুবল চন্দ্র (৪০), লিমন ইসলাম (২২), হাফেজ ক্বারী মোঃ নুরনবী ইসলাম (৪৫) সহ বিভিন্ন জনের সাথে কথা বলে জানা যায়, করোনার পর বিনামূল্যে এলাকার মধ্যে কেউ মাস্ক সাবান বিতরণ করেন নাই।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top