• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


কোটালীপাড়ায় মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে | প্রকাশিত: ৪ আগষ্ট ২০২১, ২১:২০

কোটালীপাড়ায় মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার কাকডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে পিঞ্জুরী ইউনিয়ন বিট পুলিশিংয়ের উদ্যোগে ও কোটালীপাড়া থানা পুলিশের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছাইদ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ওসি মোঃ আমিনুল ইসলাম, এসআই সামচুল হক, ইউপি সদস্য ইলিয়াস হোসেন খান, টুটুল বিশ্বাস, সোহাগ মুন্সি, নির্মল রায়, শেফালী মন্ডল, সমাজসেবক রুহুল আমিন ফকির, শহিদুল ইসলাম হাওলাদার, আজিবর শেখ, যুবলীগ নেতা আকরামুজ্জামান বক্তব্য রাখেন।

কোটালীপাড়া থানার ওসি মো: আমিনুল ইসলাম বলেন, আমি সম্প্রতি এই থানায় যোগদান করে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিয়ের উপর জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। এসব বেআইনি কাজের সাথে যারা জড়িত থাকবে তাদের কোন প্রকার ছাড় দেওয়া হবেনা। তবে আমি প্রতিটি ইউনিয়নে সভা করে মাদক বিক্রেতা ও সেবনকারীদের স্বাভাবিক জীবনে ফিরে আসা জন্য আহবান জানাচ্ছি।

আমি প্রতিটি ইউনিয়নের মাদক বিক্রেতা ও সেবনকারীদের ৭দিন করে সময় দিচ্ছি। যদি কেহ এই সময়ের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরে না আসে তাহলে থানার পক্ষ থেকে বিক্রেতা ও সেবনকারীদের যে তালিকা তৈরি করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top