• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


শেখ কামাল হোসেনের জন্মদিন

কোটালীপাড়ায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে | প্রকাশিত: ৫ আগষ্ট ২০২১, ২১:৪৭

শেখ কামাল হোসেনের জন্মদিন উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল হোসেনের ৭৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা ও দোয়া মাহফিল শেষে দলীয় কার্যালয় চত্বরে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, সাবেক যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জেলা পরিষদ সদস্য মাজাহারুল আলম পান্না, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, হান্নান শেখ, স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবলু হাজরা, যুবলীগ নেতা বুলবুল আহম্মেদ হাজরা উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল হোসেন ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তার আদর্শকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দলীয় ভাবে আমাদের পদক্ষেপ নেওয়া উচিৎ।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top