• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


জাতীয় শোক দিবসে কোটালীপাড়ায় শ্রমিকদের মাঝে খাবার বিতরণ

জুনায়েদ আলী সাকী | প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২১, ২০:৩৩

কুশলা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদলের উদ্যোগে শ্রমিকদের মাঝে বিতরণ করা হয় খাবার

কোটালীপাড়া থেকে:

জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রমিকদের মাঝে উন্নত খাবার বিতরণ করা হয়েছে কোটালীপাড়ায়। স্থানীয় কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদলের উদ্যোগে শ্রমিকদের মাঝে বিতরণ করা হয় এ উন্নত খাবার।

স্থানীয় আওয়ামী লীগের পক্ষে উপজেলার ৯৯টি স্থানে দলীয় ভাবে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে যোগ দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, কামরুল ইসলাম বাদল, হান্নান শেখ, খোকন বালা, অমৃত লাল হালদার, মাইকেল ওঝা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক নিত্য গোপাল মালো, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক বাবলু হাজরা, শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যজ্ঞেশ্বর বৈদ্য অনুপসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন জানান, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সারাদিন বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। সকাল ৭টায় উপজেলা সদরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top