রাঙ্গামাটিতে পাথরবোঝাই ট্রাক নিয়ে ধসে পড়েছে ব্রিজ
রাঙ্গামাটি থেকে | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২১, ২০:৪২
রাঙ্গামাটির কাউখালিতে পাথরবোঝাই ট্রাক নিয়ে পোয়াপাড়া ধসে পড়েছে বেইলি ব্রিজ। শুক্রবার (২০ আগস্ট) মধ্যরাতের এ ঘটনায় বন্ধ রয়েছে কাউখালি নাইলাছড়ি সড়ক। এতে ভোগান্তিতে পড়েছে আশপাশের হাজার হাজার মানুষ।
পুলিশ জানায়, কাউখালি নবনির্মিত পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য পাথরবোঝাই ট্রাকটি উপজেলার ঘাগড়া ইউনিয়ন ও কলমপতি ইউনিয়নের সীমান্তবর্তী পোয়াপাড়া বেইলি ব্রিজের মাঝামাঝি গেলে ব্রিজটি ভেঙ্গে ইছামতি নদী সংযুক্ত কাউখালি খালে পড়ে যায়। এতে চালকসহ আহত হয়েছেন ট্রাকে থাকা দুই-তিনজন। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
বেইলি ব্রিজটি ধসের কারণে বন্ধ রয়েছে কাউখালি-নাইলাছড়ি সড়ক যোগাযোগ। এই ব্রিজের উপর দিয়ে কলমপতি ইউনিয়ন সহ পার্শ্ববর্তী এলাকার পাহাড়ি নানা কৃষিজ পণ্য বাজারে আসে, যার কারণে সাপ্তাহিক হাটসহ জনজীবনে বিশাল প্রভাব পড়বে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: রাঙ্গামাটি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।